ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ মিনারুল, ইসলাম বিশেষ প্রতিনিধি
প্রকাশিত সংবাদের বিরুদ্ধে মহাস্থান প্রেসক্লাবে ভুক্তোভোগী পরিবারের পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
রোববার দুপুর ২টায় বগুড়ার মহাস্থান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন, গড়মহাস্থান গ্রামের আনিছার রহমানের স্ত্রী মিলি বেগম। তিনি লিখিত এক সংবাদ সম্মেলন পাঠ করে বলেন, আমার ছোট ভাই গড়মহাস্থান শালবাগন এলাকার আমার ছোট ভাই রিপন মিয়ার কন্যার সাথে গত দেড় বছর পূর্বে আমার ছোট ছেলে সাগর মিয়ার সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকেই আমার পুত্র বধূ সংসারের কোন কাজকর্ম করে না। সারাদিন সে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। এনিয়ে অনেকবার তার বাবা রিপন কে বুঝিয়ে বললেও তারা কোন পদক্ষেপ বা মেয়েকে সংসারমুখী করতে শাসন করে না। উল্টো আমাদের সংঙ্গে অশালীন আচার-আচরণ করেন। আমার পুত্র বধূকে কাজের কথা বললে একটু পান থেকে চুন খসলেই বাবার বাড়ীতে চলে যায় বা গেছে। এরই ধারাবাহিকতায় গত ৯/৯/২৫ ইং তারিখে এলাকার গণমান্য ব্যক্তিদের নিয়ে পুত্র বধূকে পুনরায় ফিরে আনতে গেলে সেখানে আমার ছেলের শ্বশুর রিপন তার বোন, রেশরা বেগম তার স্বামী সাবেদুল, মিঠু মিয়া, তার স্ত্রী সেলি বেগম, ময়না বেগম, ও পুত্র বধূ রূপা সবাই মিলে পূর্বপরিকল্পিত ভাবে গ্রাম্য মাতব্বরদের সামনেই আমাদের ওপর হামলা চালায়। এসময় রেশমা বেগম আমার কান থেকে স্বর্ণের দুল ছিঁড়ে নেয়। যা পরে হাসপাতালে গিয়ে কানে একাধিক সেলাই করতে হয়েছে।
এর আগেও রেশমার নেতৃত্বে এ রকম হামলা করা হয়।
এরপর রেশমা তার ভাই রিপন ও আমার পুত্র বধূ রূপাকে নিয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। তারা আমার পুত্র বধূ রূপাকে আত্মগোপন রেখে বিভিন্ন কৌশলে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপ্রচার চালাচ্ছে। শুধু তাই নয় তারা গতকাল আমাদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপ প্রচার চালিয়েছে৷ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবী জানাই। সংবাদ সম্মেলনে মিলি বেগমের বোন মিলনী বেগম বলেন, আমি রেশমা ও রিপনের বড় বোন। পারিবারিক বিষয়টি তারা এমন ভাবে গড়াচ্ছে যেন আক্রশ আর প্রতিহিংসা ছাড়া কিছুই নয়। বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করলে রেশমা আমাকে পর্যন্ত ছাড় দিচ্ছে না। আমাকেও সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করছে। এ সব রেশমার চক্রান্ড। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিতে চাই রেশমা ও তার ভাই রিপনের এগুলো সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও কাল্পনিক। তারা আমাদের বিরুদ্ধে প্রেসক্লাবে মিথ্যা তথ্য প্রদান করে উক্ত সংবাদ সম্মেলন করেছে। আমিও প্রকৃত ঘটনার বিচার চাই।
আপনার মতামত লিখুন :