ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
মোঃ রুবেল হোসেন (সাভার)ঢাকা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ার শিমুলিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) শিমুলিয়া ইউনিয়নের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানার সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি, ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন। এছাড়াও সাভার পৌরসভা বিএনপির সভাপতি খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। এ দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং জনগণের অধিকার পুনরুদ্ধার সম্ভব হবে।
প্রধান অতিথি হাজী জামাল উদ্দিন সরকার বলেন, “আজকের এ সমাবেশ প্রমাণ করছে, মানুষ বিএনপির কর্মসূচিকে সমর্থন করছে। জনগণের শক্তিই আমাদের শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বিশেষ অতিথি আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন বলেন, “জনগণের সম্পৃক্ততা ছাড়া কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না। তাই বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে।”
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল বাসেদ দেওয়ান, মোহাম্মদ আতাউর রহমান আতাল, ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী, আশুলিয়া থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাঃ আসাদউল্লাহ আহমেদ দুলাল ও ঢাকা জেলা যুবদল নেতা শাওন সরকার।
সভায় সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল গফুর মিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ-আল মামুন (বাবুল)।
আলোচনা সভায় বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে সাভার-আশুলিয়া অঞ্চলে আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান। সভা শেষে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের শপথ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :