ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
সোহানুল হক পারভেজ রাজশাহী:
রাজশাহীর তানোর উপজেলার ঠাকুরপুকুর গ্রামে হেরোইন ব্যবসার পাশাপাশি স্থানীয় সন্ত্রাসীদের দৌরাত্ম্যে জনজীবন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ— প্রতিদিনই এখানে প্রকাশ্যে হেরোইন কেনাবেচা হচ্ছে, আর এতে জড়িয়ে পড়ছে বিভিন্ন বয়সী যুবসমাজ।
এ অবস্থার মধ্যেই গতকাল ১২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ঠাকুরপুকুর গ্রামের যুবক মোঃ নয়ন আলী প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন। অভিযোগে জানা যায়, মোঃ মতি (৩০), মোঃ আনোয়ার হোসেন (৩২), মোঃ বিশাল (১৯) ও মোসাঃ সাম্পা বেগম (২৫) পূর্বপরিকল্পিতভাবে নয়ন আলীর পথরোধ করে লোহার রড, বাঁশের লাঠি ও ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে তিনি মাথায় গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে প্রাণে রক্ষা করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা নয়ন আলীকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অন্যদিকে এলাকাবাসী দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্রের মাদক ব্যবসার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, প্রশাসন একাধিকবার অভিযান চালালেও হেরোইন ব্যবসা স্থায়ীভাবে বন্ধ হয়নি। বরং প্রতিনিয়ত এ ব্যবসা নতুনভাবে ছড়িয়ে পড়ছে।
এতে স্থানীয় পরিবারগুলো চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। অভিভাবকরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, “এভাবে চলতে থাকলে পুরো একটি প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।”
সচেতন মহল দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ঠাকুরপুকুর গ্রামকে হেরোইনের অভিশাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :