ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

অতি সাধারণ পরিবার থেকে উঠে এবার দেশের চিকিৎসা ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র সাব্বির

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৮ পূর্বাহ্ণ

আহসান হাবিব শিবলু , বগুড়া জেলা প্রতিনিধিঃ

গাবতলী উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চকসদু গ্রামের কৃতী সন্তান ডা. মো. সাব্বির হোসেন ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

অতি সাধারণ পরিবারের সন্তান সাব্বিরের এই অর্জনে এলাকায় আনন্দের বন্যা বইছে। তার বাবা বেলাল হোসেন, দাঁড়াইল বাজারের একজন ক্ষুদ্র মিষ্টির দোকানদার। তিন ভাইয়ের মধ্যে সাব্বির দ্বিতীয়। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও মেধাবী ছিলেন তিনি।

শিক্ষাজীবনের শুরু তরফসরতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর লাঠিগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ২০১৪ সালে এবং গাবতলী সরকারি কলেজ থেকে এইচএসসি ২০১৬ সালে পাস করার পর কৃতিত্বের সঙ্গে ভর্তি হন রংপুর মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে। তিনি ২০২১ সালে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে এফসিপিএস পার্ট-১ (অর্থোপেডিক সার্জারি) উত্তীর্ণ হন। বর্তমানে তিনি নিটোরে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) অর্থোপেডিক সার্জারিতে এমএস ফেজ-এ রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন।

ডা. মো. সাব্বির হোসেন বলেন,এই সাফল্য বাবা-মায়ের দোয়া, শিক্ষকদের দিকনির্দেশনা, স্ত্রীর সহযোগিতা এবং সবার ভালোবাসার ফসল। আমার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ ও সংগ্রামে স্ত্রী সবসময় আমাকে মানসিক শক্তি দিয়েছে, পাশে থেকে অনুপ্রেরণা জুগিয়েছে। আমি চিকিৎসা পেশার মাধ্যমে অসহায় মানুষের সেবা করতে চাই। দেশের জন্য কিছু করতে পারাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। মানুষের সেবা করার যে ইচ্ছা ধারণ করে চিকিৎসক হয়েছি, তা যেন পালন করতে পারি। আগামী দিনের পথচলার সফলতার জন্য দোয়া চাই।

তার পিতা বেলাল হোসেন বলেন,আমি ছোট্ট একটি মিষ্টির দোকান চালাই। জীবনে অনেক কষ্ট করেছি, তবে আমার ছেলে আজ ডাক্তার হয়ে গাবতলীর নাম উজ্জ্বল করেছে। এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমি দোয়া করি, সে যেন মানুষের সেবা করে সৎভাবে দায়িত্ব পালন করে।

স্থানীয় তার এক ছোট ভাই সাংবাদিক আহসান হাবিব শিবলু বলেন,অতি সাধারণ পরিবার থেকে উঠে এসে সাব্বির ভাই আজ গাবতলীর মুখ উজ্জ্বল করেছে। আমরা তার সাফল্যে গর্বিত। তার মতো তরুণরা আমাদের সমাজের অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে এবং দেশের সেবায় নিবেদিত থাকবে।

এলাকার সাধারণ মানুষও মনে করছেন, ডা. সাব্বির হোসেনের এই অর্জন শুধু একটি পরিবারের নয়, বরং পুরো গাবতলীর গৌরব। ব্যক্তিগত জীবনে তিনি নম্র, ভদ্র, মানবিক ও ধার্মিক একজন মানুষ হিসেবে পরিচিত। চিকিৎসা পেশার প্রতি গভীর ভালোবাসা ও মানুষের সেবার মানসিকতা তাকে আলাদা করে তুলেছে।

অতি সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ ডা. সাব্বির গাবতলীর মুখ উজ্জ্বল করেছেন। ভবিষ্যতে আরও উচ্চ শিখরে পৌঁছে দেশের গরিব-অসহায় মানুষের সেবায় নিজেকে নিবেদিত করবেন—এমন প্রত্যাশা করছে গাবতলীবাসী।