ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

পাবনা সাঁথিয়ায় পৌর প্রশাসকের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন করায় এলাকাবাসীর প্রতিবাদ 

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪০ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় মিথ্যা অভিযোগে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ সাদিয়া সুলতানার বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

একটি মহলের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার সামনে পৌরসভার সর্বস্তরের জনগণের ব্যানারে প্রতিবাদ মানববন্ধন করেন এলাকাবাসী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ সাদিয়া সুলতানার বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট গণস্বাক্ষর করে স্মারকলিপি জমা দেন একটি মহল।

প্রতিবাদ মানববন্ধনে এলাকাবাসী বলেন, গত মার্চ মাসে উপজেলা চত্ত্বর পুকুর থেকে কতিপয় কয়েকজন ব্যাক্তি মাছ চুরি করে ধরা পরে এবং তাদের নামে চুরি মামলা হয়।একটি স্বার্থান্বেষী মহল সেই চুরির মামলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ সাদিয়া সুলতানাকে তুলে নিতে বলেন।মামলা না তোলায় উক্ত স্বার্থান্বেষী মহল ক্ষিপ্ত হয়ে সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ সাদিয়া সুলতানার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট গণস্বাক্ষর করে স্মারকলিপি জমা দেন।
প্রতিবাদ মানববন্ধনে এলাকাবাসী সাদিয়া সুলতানার মতো নম্রভদ্র অফিসারের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।