ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

বগুড়ায় পেট্রোল পাম্পে হত্যাকাণ্ড ১৫ সেকেন্ডে ১৩টি আঘাত, গ্রেফতার রতন

✒  মোঃ মিনারুল, ইসলাম বিশেষ প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ

 মোঃ মিনারুল, ইসলাম বিশেষ প্রতিনিধি: বগুড়া দত্তবাড়ি শতাব্দী ফিলিং স্টেশনে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযোগ অনুযায়ী, মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাতে সহকর্মী ইকবাল হোসেনকে হত্যা করেছে তরুণ রতন। নিহতের সঙ্গে রতনের পূর্বেকার কলহ বা তেল চুরির মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। র্যাব ও ডিবির তৎপরতার ফল, অভিযুক্ত রতনকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। স্থানীয়রা বলেন, এ ধরনের হত্যাকাণ্ড পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়েছে। রতনের হাতে নিহতের রক্তে লিপ্ত পেট্রোল পাম্পের ছবি এবং চারপাশের ভাঙাচোরা দৃশ্য প্রকাশ করছে ঘটনাটির তীব্রতা। ডিবি কর্মকর্তা জানান, হত্যার সঙ্গে জড়িত অন্যান্য তথ্য-প্রমাণও সংগ্রহ করা হচ্ছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।