ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
এস এম আলমগীর চাঁদ, বিশেষ প্রতিনিধি : বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে পাবনা সাঁথিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলের নেতাকর্মীরা। ০৯ সেপ্টেম্বর (রবিবার) বিকালে উপজেলার সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রঙ্গণে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। উপজেলার ১০ টি ইউনিয়ন পৌর এলাকার ১২ টি ওয়াড ও মহল্লা থেকে দলের নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার প্লেকার্ড ফেস্টুন নিয়ে মিছিল করে সমাবেশ স্থলে সমবেত হন। সভা স্থল থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদর্ক্ষিন করে। এসময় দলের নেতাকর্মীরা দলীয় প্রতিক ধানেরশীষসহ দলীয় ও দেশের পতাকা নিয়ে শোভাযাত্রা করেন। এসময় ঢাক-ঢোলের বাজনা ও স্লোগানে মুখরিত হয়ে উঠে সভাস্থল। সাঁথিয়া উপজেলা বিএনপির আহবায়ক খাইরুণ নাহার খনম মিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। সভা সঞ্চলনা করে উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সালাউদ্দিন খান। অনুষ্ঠানে উপজেলা, পৌর, ওয়াড ও মহল্লা বিএনপিসহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত হন।
আপনার মতামত লিখুন :