ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

নুরজাহানপুর মদিনাতুল উলুম ইসলামীয়া কওমী মাদ্রাসার মেঝে ঢালায় কাজের শুভ উদ্বোধন

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:০০ অপরাহ্ণ

মোঃ গোলাপ হোসেন,ঘোড়াঘাট প্রতিনিধিঃ ৭ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজঃ রবিবার সকাল ১০টায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলাধীন নুরজাহানপুর মদিনাতুল উলুম ইসলামিয়া কওমী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মেঝে ঢালাই শুভ উদ্বোধন করা হয়েছে।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মামুন কাওছার শেখ,সহকারি কমিশনার (ভুমি) ও পৌরপ্রশাসক, ঘোড়াঘাট, দিনাজপুর।

আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক- কামাল হোসেন, শামসুর রহমান জিন্না, তাহের হোসেন, ইমতিয়াজ আহমেদ, গোলাম কুদ্দুস, জাবেদ খান, মাহফুজ আহমেদ মুন্না সহ গ্রামবাসী প্রমুখ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি আল মামুন কাওছার গ্রামবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন এটা একটা সৎ মহৎ উদ্যোগ, সর্বত্র সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানান।
কওমী এতিমখানা মাদরাসার বেশ কিছু ভালো দিক আছে, বিশেষত এতিম ও অসহায় শিশুদের জন্য। কিছু গুরুত্বপূর্ণ দিক হইলো-

1. বিনামূল্যে শিক্ষা ও থাকা-খাওয়ার ব্যবস্থা – এতিমখানায় সাধারণত এতিম ও দরিদ্র শিশুরা বিনা খরচে কুরআন-হাদিস, ইসলামি শিক্ষা এবং প্রাথমিক পাঠ গ্রহণ করতে পারে।

2. আশ্রয় ও নিরাপত্তা – যেসব শিশু মা-বাবাহীন বা অভিভাবকহীন, তারা এখানে নিরাপদ পরিবেশে বড় হতে পারে।

3. ধর্মীয় শিক্ষার সুযোগ – কওমী মাদরাসাগুলোতে ইসলামের মৌলিক শিক্ষা, নামাজ-রোজা, নৈতিকতা ও আদর্শ শেখানো হয়।

4. খাদ্য ও চিকিৎসা – অনেক এতিমখানা মাদরাসা শিক্ষার্থীদের তিন বেলা খাবার এবং মৌলিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করে থাকে।

5. মানবিক দায়িত্ব পালন – সমাজে অসহায় শিশুদের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

6. সহজ জীবনযাপন শেখানো – শিশুরা সরলতা, শৃঙ্খলা, ধৈর্য ও ত্যাগের মতো গুণাবলি অর্জন করতে পারে।

7. সামাজিক অবদান – এসব প্রতিষ্ঠান সাধারণত সমাজ ও স্থানীয় মানুষের সহযোগিতায় পরিচালিত হয়, ফলে সমাজে দান-সদকার প্রবণতা বৃদ্ধি পায়।