ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
, ঈদে মিলাদুন নবী (সাঃ) আলাইহি ওয়া সাল্লাম, উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছি, তৃভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।রসুল (সাঃ) আলাইহি ওয়াসাল্লামের আগমনের উৎসব পবিত্র আল কোরআন দ্বারা স্বীকৃত। মহান আল্লাহ তা’য়ালা বলেন, ‘হে রসুল! আপনি বলুন, তোমরা আল্লাহর অনুগ্রহ এবং তাঁর দয়াপ্রাপ্ত হয়ে আনন্দ প্রকাশ কর। এটি উত্তম সে সমুদয় থেকে যা তারা সঞ্চয় করেছে।’ (সুরা ইউনুস, আয়াত ৫৮)। হজরত ইবনে আব্বাস (রাঃ)-এর মতে, এখানে ফজল ও রহমত দ্বারা রসুল (সাঃ) আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন উদ্দেশ্য। রাসুল (সাঃ) আলাইহি ওয়া সাল্লাম, প্রতি সোমবার রোজা পালনের মাধ্যমে মিলাদুন্নবী পালন করতেন।পবিত্র ঈদে মিলাদুন নবী সাঃ আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে সকলকে শুভেচ্ছা জাতীয় দৈনিক বিশ্বমান পত্রিকা পটুয়াখালী ‘জেলা প্রতিনিধি শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া, বাংলাদেশ সাংবাদিক এর শুভেচ্ছা, ঈদে মিলাদুন নবী সাঃ আলাইহি ওয়া সাল্লাম এর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন।আজ ০৫’ সেপ্টেম্বর ২০২৫
২১’শে ভাদ্র ১৪৩২ বাংলা
১২’ই রবিউল আওয়াল ১৪৪৭ হিজরি শুক্রবার। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী সাঃ আলাইহি ওয়া সাল্লাম।আল্লাহ পাক রাব্বুল আলামীন বলেন- “হে প্রিয় রাসূল! আপনি স্মরণ করুন ঐ দিনের ঘটনা, যখন আমি আম্বিয়ায়ে কেরামগণের নিকট থেকে এইভাবে অঙ্গীকার নিয়েছিলাম যে, যখন ‘আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত’ অর্থাৎ নবুয়ত দান করবো, অতঃপর তোমাদের কাছে এক মহান রাসূলের শুভাগমন হবে- যিনি তোমাদের প্রত্যেকের নবুয়তের সত্যায়ন করবেন, তখন তোমরা সকলে অবশ্যই তাঁর উপর ঈমান আনায়ন করবে এবং সর্বোত্তমভাবে তাঁকে সাহায্য সহযোগিতা করবে। তোমরা কি এ কথার অঙ্গীকার করছো এবং অঙ্গীকারে কি অটল থাকবে, সমস্ত নবীগণ বললেন- হাঁ, আমরা অঙ্গীকার করলাম। আল্লাহ তায়ালা বললেন- তোমরা পরস্পর স্বাক্ষী থেকো এবং আমি ও তোমাদের সাথে স্বাক্ষী রইলাম। (পারা, সূরা আল-ইমরান ৮১-৮২ নং আয়াত)।হযরত ইবনে আব্বাস (রাঃ) তা‘আলা আনহু থেকে বর্ণিত হাদীস- ‘‘একদিন তিনি (হযরত ইবনে আব্বাস) কিছু লোক নিয়ে নিজ ঘরে রাসূলে করীম (সাঃ) আলায়হি ওয়াসাল্লাম-এর জন্ম-বৃত্তান্ত আলোচনা করে আনন্দ উৎসব করছিলেন এবং তাঁর প্রশংসাবলী আলোচনাসহ দুরূদ শরীফ পাঠ ও সালাম পেশ করছিলেন।” এমন সময় নবী করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়ে এটা দেখে বললেন, ‘‘তোমাদের সকলের জন্য আমার শাফা‘আত অবধারিত হয়ে গেলো।’’ [ইবনে দাহ্ইয়া কৃত আত্-তানভীর ফী মওলেদী বশীরিন নাযীর ৬০৪ হিজরী,হাফিজ জালালুদ্দিন আব্দুর রহমান বিন আবুবাকার আস-সূয়ুতী (রহঃ) “হাসানুল মাকসিদ” রেসালার মধ্যে বাইহাকী শরীফ এর উদ্ধৃতি দিয়ে একটি হাদিস নকল করেন, হাদীসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, নবী (সাঃ) আলাইহি ওয়া সাল্লাম নবুওয়াত প্রকাশের পর নিজে আকিকা (জন্মদিনের শুকরিয়ার্থে পশু জবাই করেছিলেন ।তিনি বলেন আব্দুল মোতালিব নবী (সাঃ) এর জন্মের সপ্তম দিনে, আকিকা করেছিলেন, আকিকা দ্বিতীয় বার করার আর প্রয়োজন ছিল না । নূর নবী (সা.) রাহমাতুল্লিল আলামিন হওয়ায়,আল্লাহর সৃষ্টির শুকরিয়া আদায় করেছিলেন । যাতে তা উম্মতের মাঝে ছড়িয়ে পড়ে । এইজন্যই নবী (সাঃ) মিলাদ বা জন্ম উপলক্ষে মাহফিল করা, খাবার-দাবার করা, আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দের প্রকাশ ঘটানো ইত্যাদি হলো- মুস্তাহাব । “হাসানুল মাকসিদ” (ওয়া হিয়া ফি কিতাবিহিল-হাবী ১/১৯৬)
বিশ্বনবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর প্রতি মহব্বত ও ভালোবাসা পোষণ করা ইমানের পূর্বশর্ত। এটি আল্লাহর মহব্বত ও ভালোবাসাপ্রাপ্তির একমাত্র মাধ্যম। রসুলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘তোমাদের কেউ ততক্ষণ ইমানদার হবে না যতক্ষণ তার পিতা-মাতা, সন্তান-সন্ততি ও সব মানুষের চেয়ে আপন আর বেশি প্রিয় না হই।’ তিনি আরও বলেছেন, ‘মহান আল্লাহ তোমাদের নিয়ামত দান করেন সেজন্য তোমরা তাঁকে ভালোবাসবে আর তাঁর মহব্বত পাওয়ার জন্য তোমরা আমাকে ভালোবাসবে। নবীজি (সাঃ) সম্পর্কে আল্লাহর হুকুম কী, সেই জ্ঞান অর্জন করে সেভাবে ইবাদত করতে হবে। মহান রাব্বুল আলামিন নবীজির শান বুলন্দ করে বলেন- হে মাহবুব! আপনি বলে দিন, ‘হে মানব জাতি, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, তবে আমার অনুসারী হয়ে যাও, (ফলে) আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ্ ক্ষমা করবেন । নবী (সা.) এর ইত্তিবা ও সর্বাঙ্গীণ অনুসরণ আমাদের কর্তব্য।
, ঈদে মিলাদুন্নবী (সাঃ) আলাইহি ওয়া সাল্লাম মোবারক, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) আলাইহি ওয়া সাল্লাম এর ভালোবাসা ও শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করুক, আমাদের ও আপনার প্রিয়জনদের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আলাইহি ওয়া সাল্লাম মোবারক। আসুন, আমরা সবাই তাঁর আদর্শ অনুসরণ করে দয়ালু ও ন্যায়পরায়ণ হই। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) আলাইহি ওয়া সাল্লাম এর জাতীয় দৈনিক বিশ্বমান, পত্রিকা জেলা প্রতিনিধি শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া ও দেশ প্রিয় পত্রিকা জেলা প্রতিনিধি ও পুলিশ, ও RAB এর পরিবার ও বাংলাদেশের সাংবাদিক কমিটি’র পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, পরম করুণাময় দয়ালু মেহেরবান মহান আল্লাহ্ তা’য়ালা যেন আপনার আমার সকলের জীবন বরকতময় করুন।পবিত্র ঈদে মিলাদু্ন নবী (সাঃ) আলাইহি ওয়া সাল্লাম, আনন্দ সবার জীবনে সুখ ও শান্তি বয়ে আনুক, এই কামনা করি। তৃভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী (সাঃ) আলাইহি ওয়া সাল্লাম।
আপনার মতামত লিখুন :