ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

পাবনার বেড়ায় পাবনা ১ নির্বাচনী আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ণ

পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়ায় ৬৮ পাবনা ১ (সাঁথিয়া -বেড়া) নির্বাচনী আসন পুনর্বহালের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৬ ই সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় উপজেলার বেড়া বাজার, বেড়া ডাকবাংলো, এবং মোহনগঞ্জ বাজারে এ বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে ৬৮ পাবনা ১ আসন টি সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার কিছু অংশ নিয়ে গঠিত ছিল। সম্প্রতি নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত খসড়ায় সাঁথিয়া কে আলাদা করে পাবনা ১ এবং বেড়া উপজেলাকে সুজানগরের সাথে সম্পৃক্ত করে পাবনা ২ আসন বন্টন করা হয়েছে। এতে সাধারণ জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ভিতরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বক্তাগণ খুব দ্রুত পাবনা ১ আসনটি পুনর্বহাল করার জোর দাবি জানান।
এ সময় শত শত সাধারণ জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমাবেশ ও মশাল মিছিলে অংশগ্রহণ করে।
বেড়া পৌর শ্রমিক শ্রমিক দলের ৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারি কাবিল হোসেন বলেন, এই আসন টি পুনর্ববিন্যাসের ফলে সাঁথিয়ার সাথে দীর্ঘদিনের বন্ধুত্বসুলভ সম্পর্ক নষ্ট হওয়া ছাড়াও নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা সৃষ্টি হবে।
তিনি বলেন, সাঁথিয়ার থেকে সুজানগরের দূরত্ব তুলনামূলক অনেক বেশি তারপরও বেড়া উপজেলাকে সুজানগরের সাথে সম্পৃক্ত করা কোন রাজনৈতিক দলের স্বীয় স্বার্থ চরিতার্থ ছাড়া কিছুই নয়। এতে সাধারণ জনগণের ব্যাপক ভোগান্তি বাড়বে।
বক্তাগণ আরো উল্লেখ করেন, যত দ্রুত সম্ভব পাবনা ১ নির্বাচনী আসনটি পুনর্বহাল না করলে তারা লাগাতার আন্দোলনের ডাক দিবে এবং নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে যাবে।