ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

আশুলিয়ায় হোটেল অভিযান: অনৈতিক কার্যক্রমে জড়িত নারী-পুরুষসহ গ্রেপ্তার ৮

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২১ অপরাহ্ণ

মোঃ রুবেল হোসেন সাভার) ঢাকা :

সাভারের আশুলিয়া এলাকায় অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার মুন আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো— সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার গিলাছলা গ্রামের মোঃ হোসেনের ছেলে মোঃ আক্কাছ মিয়া ওরফে আলম (৪৮), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার তারাবুনিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মেহেদী হাসান অভি (২৫), গাজীপুর জেলার সদর থানার সরকারপাড়া গ্রামের মীর সাইদুর লিটনের ছেলে মোঃ নাজমুল হাসান জিসান (২৪), মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কাশাত বাংলাবাজার গ্রামের জিন্নাত বেপারীর ছেলে মোঃ আবুল হোসেন (৪১), ঢাকা জেলার ধামরাই থানার গাওয়াইল গ্রামের মোঃ হামিদের ছেলে মোঃ সুমন (২৫), একই গ্রামের নুর হোসেনের ছেলে মোঃ জুলহাস (৩০), পঞ্চগড় জেলার আটোয়ারী থানার গুচ্ছগ্রাম এলাকার রাজু ইসলামের মেয়ে রাজমনি (১৯) এবং দিনাজপুর জেলার বজাগঞ্জ থানার সেতাবগঞ্জ গ্রামের শফিকের মেয়ে সুমি আক্তার (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মুন আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় হোটেলের বিভিন্ন কক্ষে অনৈতিক কার্যক্রমে জড়িত অবস্থায় তাদের আটক করা হয়।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সমাজে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।