ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

আশুলিয়ায় ২৬০ গ্রাম হেরোইনসহ দম্পতি ও সহযোগী গ্রেফতার

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ

মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা :

আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবীনগর সেনা অডিটোরিয়ামের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইমামগঞ্জ এলাকার মৃত দবির উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (৪৫), তার স্ত্রী মোছাঃ বেবী (৩৩) এবং চাপাইনবাবগঞ্জ জেলার গোয়ালন্দ এলাকার অনিল সরকারের ছেলে শ্রী রঞ্জিত (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নবীনগর এলাকায় হেরোইন বিক্রির জন্য তিন মাদক কারবারি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।