ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
শংকর ঋষি ,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে।বোধ বার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় শাল্লা উপজেলা পুরাতন শহীদ মিনারের সামনে রাস্তায় এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এমএ রাজ্জাকের সঞ্চালনায়, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস, মোঃ আব্দুল করিম (মাষ্টার) , সদস্য মাহবুব সোবহানি চৌধুরী, মোঃ আলী আমজাদ তালুকদার।এছাড়া আলোচনা সভায়-বিএনপির ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা কর্মী এ সময় উপস্থিত ছিলেন।অন্যদিকে দিরাই শাল্লার সাবেক এমপি নাছির উদ্দীনের বলয়ের তত্ত্বাবধানে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৃথক ভাবে একটি শোভাযাত্রা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় হবিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোছা মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, উপজেলার কৃষক দলের যুগ্ম আহবায়ক কবির হোসেন, উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শান্ত মিয়া শ্রমিক দলের সভাপতি শ্যামল দাশ, বাহাড়া ইউনিয়ন এর আহবায়ক কমিটির অন্যতম সদস্য প্রবোধ চন্দ্র সরকার যুব দলের যুগ্ম আহবায়ক আলতাব মিয়া, , উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাকিল আহমেদ শাল্লা কলেজ শাকার ছাত্র দলের সহ সাভাপতি রেজাউল করিম, প্রমুখ নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচান্তে বিস্তর বক্তব্য রাখেন।বক্তারা বলেন, “বিএনপি সব সময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ।” তারা আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্ব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।এ সময় নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান
আপনার মতামত লিখুন :