ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

জলঢাকায় যুবলীগের শান্তি মিছিলে জনশ্রোত

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ১২:৫৬ অপরাহ্ণ

নীলফামারীর জলঢাকায় উপজেলা যুবলীগের শান্তি মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে জনশ্রোতে পরিনত করেছিল কর্মসুচিকে। নেতাকর্মীগণ জনশ্রোত থেকে কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে জলঢাকা আসন থেকে মনোনয়ন দেওয়ার দাবীতে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে সমাবেশ স্থল। (১৬ অক্টোবর) সোমবার সন্ধায় পৌরসভার পেট্রোলপাম্প থেকে শান্তি মিছিল টি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্ট মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। পৌর যুবলীগের আহবায়ক নজমুল কবীর মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক লাভলুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য জীবিলীগের সদস্য সচিব এনায়েত হোসেন মুরাদ, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক বসুনিয়া, আশেকুর রহমান মানিক, সেলিম রেজা, খাদেমুল ইসলাম ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মমিনুর রহমান প্রমুখ। এসময় বক্তারা বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান। যুবলীগের আয়োজনে শান্তি মিছিলে আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।