ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

সাভারে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ

মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা:

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গেন্ডা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ড পর্যন্ত এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

‎র‌্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

‎সকাল থেকেই বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গেন্ডা এলাকায় জড়ো হতে থাকেন। দুপুরে র‌্যালি শুরু হলে গেন্ডা বাসস্ট্যান্ড থেকে রেডিও কলোনি রোড পর্যন্ত দীর্ঘ মানবপ্রাচীরের চিত্র তৈরি হয়।

‎র‌্যালি শেষে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৯ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আইয়ুব খান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সারা দেশে বিএনপির যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আজকের এই র‌্যালিতে তার বহিঃপ্রকাশ ঘটেছে সাভারের মাটিতে।”

‎তিনি সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, “আমরা আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত।”