ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং দলীয় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর মঞ্চ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে প্রায় পাঁচ হাজার নেতাকর্মীর সমাগম ঘটে। র্যালির সম্মুখভাগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও হাসান মামুনের ছবি সংবলিত চারটি সজ্জিত ঘোড়া শোভা পায়। এছাড়া মহিলা দলের নেত্রীরা লাল-সবুজ শাড়ি পরিধান করে এবং বিশাল জাতীয় পতাকা হাতে বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. জাকির হোসেন নান্নু। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এবিএম মুকুল, ছাত্রদল কেন্দ্রীয় নেতা মুহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. গোলাম মোস্তফা এবং জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম মৃধা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার।প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার ৪৭ বছরে নানা প্রতিকূলতা ও পরাশক্তির সাথে লড়াই করে আজকের অবস্থানে এসেছে। দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা শ্রম ও ঘাম ঝরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ সময়ে অপেক্ষা করছে।তিনি আরও বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হলে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে। কিন্তু প্রতিবারই গণতান্ত্রিক শক্তির দায়িত্বহীনতা, কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড, সংকট, দুর্নীতি ও ভোটাধিকার হরণের কারণে বাংলাদেশের গণতন্ত্র ব্যাহত হয়েছে। তাই বিএনপিসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি তারা দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। কোনো অন্যায়, অবিচার ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থেকে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান। বক্তব্যে তিনি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সুস্থতা কামনা করেন এবং বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি খন্দকার মিজানুর রহমান ও আবদুস সালাম মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক মাকসুদ আহম্মদ তালুকদার, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান প্যাদা, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, যুবদলের আহ্বায়ক মশিউর রহমান শাহীন খন্দকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ প্যাদা, মো. মাসুম বিল্লাহসহ ছাত্রদল, যুবদল, মহিলাদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মাঝে সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :