ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

কুয়েত দূতাবাসে বাংলাদেশের সার্বজনীন প্রবাসী পেনশন স্কীম উদ্বুদ্বকরণ সভা

মোঃবিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ১২:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশ দূতাবাস কুয়েতের আয়োজনে প্রবাসী পেনশন স্কীম বিষয়ে সভা্ব অনুষ্ঠিত হয়েছে কুয়েতে বাংলাদেশ সরকারের সার্বজনীন প্রবাসী পেনশন স্কীম প্রবাসীদের অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা (১৬ অক্টোবর) সোমবার সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত হয়।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়
এসময় উপস্থিত ছিলেন দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, ডিফেন্স এ্যাটাশে হাসানুজ্জামান,মোহাম্মদ আবুল হোসেন, মিনিস্টার (শ্রম)পাসপোর্ট ও ভিসা প্রধান ইকবাল আক্তারসহ দূতাবাস কর্মকর্তারা।

রাষ্ট্রদূত তার বক্তব্যে কুয়েত প্রবাসী বাংলাদেশীদের সার্বজনীন পেনশন স্কীম সম্পর্কে অবহিত করেন এবং প্রবাসীদের উদ্বুদ্ধ করতে আহ্বান জানান। তিনি সার্বজনীন প্রবাসী পেনশন স্কীমের ইতিবাচক দিকগুলো তুলে ধরেন এবং প্রবাসী স্কীম নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সংবাদকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ স্হানীয় নেতৃবৃন্দ।