উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর ১০ নং ভীমপুর ইউনিয়নের রানী পুকুর গ্রামে বিএনপি নেতার বাড়ীর লোকজনকে বেঁধে রেখে নগদ টাকা, মোটর সাইকেল, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে প্রায় ৩ টার দিকে উপজেলার ভীমপুর ইউপির রানীপুকুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোররাত ৩ টার দিকে ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহঃ সভাপতি আব্দুল হামিদের বাড়িতে ঢুকে গৃহকর্তাসহ পরিবারের লোকজনকে বেঁধে রেখে নগদ ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল-ডালসহ কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, থানার ওসি মো. শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী আব্দুল হামিদ জানান, মুখোশ পড়া ৮ থেকে ১০ জনের একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে এলোপাথারী মারপিটের পর সকলকে বেঁধে রেখে নগদ টাকা, মোটর সাইকেল, স্বর্ণালঙ্কারসহ সবকিছু লুট করে নিয়ে যায়। এসব মালামালের মূল্য প্রায় ৮ লক্ষ টাকা হবে বলে জানান তিনি। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নওগাঁ #
আপনার মতামত লিখুন :