ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা : সাভারের হেমায়েতপুরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সিজন-১। সোমবার(১ সেপ্টেম্বর) রাতে হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-২ আসনের কান্ডারী ও জনতার এমপি, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২০১৮ সালে জাতীয় সংসদ নিবাচনে বিএনপির (এমপি) মনোনীত ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাজী মো: আবদুল আজিজ, বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক কাভারভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সিনিয়র সাংবাদিক ও হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রাসেল হাসান। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা ও সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের নেতা রকিব হাসান। উদ্বোধনী বক্তব্যে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, “যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরো বলেন আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি টুর্নামেন্ট যাতে কখনো বন্ধ না হয়, এটা যেন চলমান থাকে। তাই এই আয়োজন তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :