ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

গাইবান্ধায় প্রতিবেশীর বিরুদ্ধে ষাটোর্ধ্ব ব্যক্তির সাধারণ ডায়েরী

✒ মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি:  প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাঁড় গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীর বিরুদ্ধে সাধারণ ডায়েরীর আবেদন করেছেন মোঃ আব্দুল কায়েম (৬৩)।আবেদনে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মোঃ আশরাফ আলী (৫০) ও তার স্ত্রী মোছাঃ খোতেজা বেগম (৪৫) এর সঙ্গে তার জমিজমা সংক্রান্ত মনোমালিন্য চলছিল। এ নিয়ে প্রায়ই তাকে ও তার পরিবারকে গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে অভিযুক্তরা।আবেদনপত্রে তিনি জানান, গত ১৪ আগস্ট সকাল ৯টার দিকে তার বসতঘরের পীড়ালির প্রায় ২০০ ইট তুলে নিয়ে যায় বিবাদীপক্ষ। পরে স্থানীয়ভাবে বিচার দিলে তারা আরও ক্ষিপ্ত হয়। পরবর্তীতে ১৬ আগস্ট সকাল ১০টার দিকে আবারও জমিজমা নিয়ে বাকবিতণ্ডা হলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়।মোঃ আব্দুল কায়েমের দাবি, বিবাদীপক্ষ যেকোনো সময় তাকে ও তার পরিবারকে রাস্তাঘাটে বা বাড়িতে হামলা চালিয়ে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এমনকি বাড়িঘর ভাঙচুর করে উচ্ছেদ ও জমি দখলেরও হুমকি দিচ্ছে। এছাড়া নিজেরা মিথ্যা ঘটনা সৃষ্টি করে তার পরিবারের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করারও আশঙ্কা করছেন তিনি।এ ঘটনায় সাক্ষী হিসেবে এলাকার কয়েকজন নারীসহ স্থানীয় অনেকে অবগত আছেন বলে জানা গেছে।এ ব্যাপারে নিরাপত্তার স্বার্থে তিনি গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরীর আবেদন করেছেন।