ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হলেন সাইফুল, সম্পাদক সোহান

মোঃ হামজা শেখ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ১২:২৯ অপরাহ্ণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অবস্থিত রাজবাড়ী জেলা ছাত্র কল্যানের নতুন কমিটি অনুমোদিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সোহান প্রামাণিক।

আজ সোমবার (১৬ অক্টোবর) সংগঠনটির উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলীসহ সকল সাবেক নেতৃবৃন্দের সম্মতিতে, সদ্য বিদায় সভাপতি মেহেদী হাসান মুন ও সাধারণ সম্পাদক আবির লাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন হুজ্জাতুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাথী বালা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আশিকুর রহমান ও নাঈমুর ইসলাম। আগামী এক মাসের মধ্যে উক্ত কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে ।

ছাত্র কল্যানের নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম বলেন, ছাত্র কল্যান একটি অরাজনৈতিক সংগঠন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের জন্য পদ্মাবিধৌত রাজবাড়ী জেলা থেকে আগত সকল ভাই-বোনের যেকোন সমস্যা সমাধানে আমরা যথা সম্ভব চেষ্টা করবো।

সাধারন সম্পাদক সোহান প্রামানিক বলেন, ছাত্র কল্যান একটি ভালোবাসার সংগঠন। নিজ জেলা থেকে আগত ছোট ভাই বোনদের বিপদ-আপদে নিজেকে মিলে ধরতে চাই। সর্বপরি, তাদের কল্যাণের জন্য কাজ করবো

উল্লেখ্য, রাজবাড়ী জেলা থেকে আগত শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার সমাধানে, পারষ্পরিক আন্তঃসম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে গড়ে উঠে সংগঠনটি।