ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

দেওয়ানগঞ্জে বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

✒ মোঃ শামীম মিয়া ,দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ

মোঃ শামীম মিয়া ,দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি: দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার। দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। উক্ত কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহাবউদ্দিন চৌধুরী এ্যানি,সুলতান সালাউদ্দিন টুকু, শরিফুল আলম, ফরিদুল কবির তালুকদার শামীম, এডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, আতিকুর রহমান রুমন সহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। সভাপতি এর বক্তব্যে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, তারেক রহমানই হবেন আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী। ত্রয়োদশ নির্বাচন অনেক কঠিন হবে বলে জয় লাভের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন। এবং মানবতার সেবায় কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। কর্মী সমাবেশ শুরুর আগে আমরা বিএনপি পরিবারের আয়োজনে জনাব তারেক রহমানর আর্থিক সহায়তায় জামালপুর জেলার ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে চিকিৎসা সহায়তা ও অটো রিক্সা প্রদান করেন নেতৃবৃন্দ।