ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ শফিকুল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃ শুভেচ্ছা জানবেন। বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫ সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকায় ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত মাসব্যাপী বইমেলায় ডাক বাংলা প্রকাশনী কর্তৃক মুদ্রিত ১০ (দশ) জন লেখকের গল্প, ছড়া, প্রবন্ধ ও কাব্যগ্রন্থগুলো বেস্ট সেলার প্রাপ্ত হওয়ায় অ্যাওয়ার্ড ও সম্মাননা সনদপত্র প্রদানের জন্য গতকাল ২৮ আগস্ট ২০২৫ খ্রি. রোজ বৃহস্পতিবার বিকাল ০৫:০০ ঘটিকায় প্রকাশনীর কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক গৃহীত হয়। আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রোজ শনিবার দুপুর ০২:০০ ঘটিকা থেকে রাত ০৯:০০ ঘটিকা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকায় ডাক বাংলা প্রকাশনী’র ৫ম বর্ষপূর্তি ২০২৫ অনুষ্ঠানে বেস্ট সেলার অ্যাওয়ার্ড ও সম্মাননা সনদপত্র আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। বেস্ট সেলার অ্যাওয়ার্ড প্রাপ্ত সেরা ১০ তালিকার শীর্ষে যারা
০১. ড. আ ন ম এহছানুল মালিকী
ছায়াশত্রু (গল্পগ্রন্থ)
০২. মো. আদিল মাহমুদ
ছড়ায় ছড়ায় আনন্দ (ছড়াগ্রন্থ)
০৩. ডি এম ইব্রাহীম হোসেন
স্বপ্নালোকের চাবি (প্রবন্ধগ্রন্থ)
০৪. কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম শামীম
মৃত্তিকা (কাব্যগ্রন্থ)
০৫. সুভায়ন খীসা
অনুভবে একদিন (কাব্যগ্রন্থ)
০৬. গাউছ-উর রহমান
হৃদয়ের আলো (কাব্যগ্রন্থ)
০৭. মোহাম্মদ শাহ্ আলম মিয়া
মধ্য রাতের গদ্য (কাব্যগ্রন্থ)
০৮. মোঃ মোস্তফা চৌধুরী
রঙিন ফুল (কাব্যগ্রন্থ)
০৯. রশিদা খাতুন পারভীন
স্বপ্নের উৎসব (কাব্যগ্রন্থ)
১০. কাকলী আকতার
ইচ্ছে ঘুড়ি (কাব্যগ্রন্থ)
উক্ত অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত।
স্বাক্ষরিত/-
শ ম দেলোয়ার জাহান
স্বত্বাধিকারী ও প্রকাশক
ডাক বাংলা প্রকাশনী
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ
আপনার মতামত লিখুন :