ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা :
সাভারে মাত্র ১০ মাস বয়সী এক শিশুকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল একই ভবনের ভাড়াটিয়া। তবে র্যাব-৪ এর দ্রুত পদক্ষেপে মাত্র ১৫ ঘণ্টার মধ্যে শিশুটি জীবিত উদ্ধার হয় এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে শিশু মো. ইব্রাহিমকে (১০ মাস) অপহরণ করে একই ভবনের ভাড়াটিয়া মো. আব্দুল মতিন (৪১)। পরে শিশুটির বাবার কাছে মোবাইল ফোনে যোগাযোগ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়লে শিশুর পরিবার সাভার মডেল থানায় মামলা দায়ের করে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই র্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে।
পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে জীবিত উদ্ধার এবং অপহরণকারী মতিনকে গ্রেফতার করা হয়।
র্যাব-৪ এর সিপিসি-২, সাভার ক্যাম্পের কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত মতিন প্রায় ৯ থেকে ১০ মাস ধরে ভিকটিম পরিবারের সঙ্গে একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। সুযোগ বুঝে সে শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে।
গ্রেফতারকৃতকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :