ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা :
ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে।
বুধবার (২৭ আগস্ট)সাভারের আশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঠগড়ায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইয়ুব খান বলেন, “গত ১৭ বছর ধরে সরকারের অন্যায়-অত্যাচার সহ্য করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তারেক রহমানের নির্দেশনায় তাদের নিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।” তিনি আরও যোগ করেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে, ইনশাআল্লাহ।”
কিতাব আলী বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার ও জনসম্পৃক্ততার বিষয়ে আলোচনা হয়। এতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :