ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

পলাশবাড়ী থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭:০০ অপরাহ্ণ

মোঃ সাগর সরকার স্টাফ রিপোর্টার::

গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা পলাশবাড়ী থানা পরিদর্শন করেছেন।

২৬ আগস্ট মঙ্গলবার বিকালে তিনি থানায় পৌঁছলে পলাশবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে পলাশবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন, সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং অফিসার ও ফোর্সদের নানা দিকনির্দেশনা প্রদান করেন। তিনি কর্মরত পুলিশ সদস্যদেরকে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন এবিএম রশীদুল বারী, সহকারী পুলিশ সুপার (বিভাগীয় অফিসার), সি-সার্কেল, গাইবান্ধা, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ।