ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ ফরহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে কালিয়াকৈর পৌর শ্রমিক দলের উদ্যোগে হরিনহাটি বালুর মাঠ এলাকায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর পৌর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি জবাব মোঃ এ কে আজাদ।
প্রধান অতিথি বলেন, “আমাদের লক্ষ্য হলো শ্রমিকদের স্বার্থ রক্ষা ও দলের জাতীয় লক্ষ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখা। এই সম্মিলিত প্রচেষ্টাই আমাদের শক্তিশালী করবে। ”সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে দলের কর্মসূচি ও শ্রমিকদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা শ্রমিকদের একত্রিত হয়ে দলকে সমর্থন করতে এবং স্থানীয় প্রশাসনে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে আহ্বান জানান। এ কে আজাদ ধানের শীষ প্রতীকে দলের মনোনয়ন প্রত্যাশা করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
কালিয়াকৈর পৌর শ্রমিক দলের আহ্বায়ক কমিটি সভার সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং সকল সদস্যদের ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। সভায় উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় শ্রমিকরা। কর্মী সভার মধ্য দিয়ে দলটি স্থানীয় পর্যায়ে সমন্বিত ও শক্তিশালী হওয়ার বার্তা প্রদান করেছে।
আপনার মতামত লিখুন :