ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

সাঘাটায় সংঘবদ্ধ চোরের হানা, পুলিশের তদন্ত অব্যাহত

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ণ

ইয়ামিন হাসান: গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যাবাজারে সংঘবদ্ধ চোরের দাপটে তোলপাড় সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোরে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী সুবল সাহার পাইকারি মুদি দোকানের সাটার ভাঁজ করে ভেতরে প্রবেশ করে চোরচক্র। মুহূর্তের মধ্যে দোকান থেকে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকা নগদ অর্থ ও প্রায় ২ লাখ টাকার সিগারেট লোপাট করে তারা।

দোকান মালিক সুবল সাহা জানান, ভোর ৫টা থেকে ৬টার মধ্যে ঘটনাটি ঘটে। পরে দোকানের ভেতর ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজে ৪/৫ জনকে সরাসরি চুরি করতে দেখা যায়। সকাল ৮টার দিকে দোকান খুলতে এসে তিনি চুরির বিষয়টি টের পান।

খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চালালেও এখনো কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন দোকান মালিক। তবে বাজারের অন্যান্য দোকান ও বণিক সমিতির আওতায় থাকা সিসি ক্যামেরাগুলো দীর্ঘদিন অকেজো থাকায় তদন্তে বড় বাধা তৈরি হয়েছে।

ঘটনাস্থলে ভরতখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল সরকার বলেন, “পরিষদের পক্ষ থেকে চোরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

সরেজমিনে জানা যায়, চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা জানান, অতীতেও উল্যাবাজারে একাধিক চুরির ঘটনা ঘটেছে। কিন্তু অনেক ব্যবসায়ী আতঙ্কে মামলা বা অভিযোগ না করায় ঘটনাগুলো ধামাচাপা পড়ে যায়।