ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
আহসান হাবিব শিবলু, বগুড়া:
বগুড়ার গাবতলীতে খাদ্য বান্ধব কর্মসূচীর সরকারী বস্তা ব্যবহার করে রাখা ১৫৬ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় একটি বস্তা সেলাই মেশিনও জব্দ করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে গাবতলী মডেল থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার সোন্দাবাড়ী রেল ঘুমটি সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে চালগুলো জব্দ করে থানায় নেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোন্দাবাড়ী গ্রামের হাবিবুর রহমান আকন্দের বাড়ির নিচতলার একটি গ্যারেজ কক্ষ ভাড়া নিয়ে নরুয়ামালা ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে রবিউল ইসলাম কয়েকদিন আগে সেখানে চালগুলো মজুদ করেন। তবে অভিযানের সময় চালের মালিক উপস্থিত ছিলেন না। পরে বাসার মালিকের উপস্থিতিতে সরকারি বস্তায় রাখা ১৫৬ বস্তা চাল জব্দ করা হয়।
অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম রব্বানী, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, সদর খাদ্য গুদামের ওসিএলএসডি আব্দুল আলিমসহ পুলিশ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন—সরকারি বস্তায় রাখা ১৫৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। চালের মালিক উপস্থিত না থাকায় বিশেষ আইনে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :