ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা জেলা উত্তর শাখায় আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন

✒ মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা : প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৫:১৮ অপরাহ্ণ

মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা : ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর ঢাকা জেলা উত্তর শাখার সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে ছয় মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোহেল রানাকে আহ্বায়ক এবং ফয়েজ রাব্বিকে সদস্য সচিব করে গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহাবুব সায়াম, ইব্রাহিম খলিল, আব্দুল্লাহ আল ফয়সাল, রহিমা খাতুন দিশা, আব্দুল্লাহ আল মামুন হৃদয় ও নাহিদ হাসান ইমন। অন্যদিকে যুগ্ম সদস্য সচিব হয়েছেন সাব্বির হোসেন, ফাহমিদ মাশরুর, সিনইয়া ইসলাম, সাব্বির হোসেন শাওন ও আব্দুর রহিম। ঘোষিত কমিটিতে মোট ৪৫ জন সদস্য রয়েছেন। সাভার, আশুলিয়া ও ধামরাই নিয়ে গঠিত ঢাকা জেলা উত্তরের এই আহ্বায়ক কমিটি আপ বাংলাদেশের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন, তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তার এবং দুর্বৃত্তায়নের রাজনীতি পরিহার করে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। কেন্দ্রীয় প্রধান সংগঠক নাঈম আহমদের সুপারিশে কমিটি অনুমোদন দিয়েছেন আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ। উল্লেখ্য, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) জুলাই গণঅভ্যুত্থানের শক্তির ভিত্তিতে গড়ে ওঠা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। বর্তমানে সংগঠনটি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারের পুনর্বাসনসহ বিভিন্ন দাবি নিয়ে কাজ করছে। দীর্ঘমেয়াদে বিদ্যমান রাজনীতির ধারা পরিবর্তন করে ন্যায়নীতি ও ইনসাফভিত্তিক ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সংগঠনটি।