ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

গাইবান্ধায় বিএনপির সহ-সভাপতি বহিষ্কার

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ

ইয়ামিন হাসান: গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও সাঘাটা ফুলছড়ি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাহিদুজ্জামান নিশাদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিশাদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এখন থেকে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে তার কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

এ প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।