ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

শিক্ষক ও চেয়ারম্যানের সহায়তায় মানসিক ভারসাম্যহীন কিশোরী মেয়ে কে ফিরে পেল পরিবার

✒  আনোয়ার হোসেন (লিটন) প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৯:২৮ পূর্বাহ্ণ

 আনোয়ার হোসেন (লিটন) প্রতিনিধিঃ নিয়ামতপুর-নওগাঁ শিক্ষক ও চেয়ারম্যানের সহায়তায় মানসিক ভারসাম্যহীন কিশোরী খোঁজে পেল তার পরিবার। শুক্রবার ২২আগস্ট নওগাঁ নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওয়াজেদ আলী ও গাংগোর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ম.মোবারক হোসেন এর সহায়তায় মানসিক ভারসাম্যহীন কিশোরী মেয়ে কে তার পরিবারের হাতে হস্তান্তর করেন। স্থানীয় সূত্রে জানা যায়।১৭আগস্ট রোববার ভোর৫৩০শে রাজশাহী রেলষ্টেশন প্লাটফর্মে ভারসাম্যহীন কিশোরী মেয়েটি একা একা ঘুরাফেরা করছিল। এসময় ফরিদপুর থেকে কাজ করে আশা দিন মজুরি মুকবুল হোসেনের নজরে পড়ে।এসময় কথা বলতে বলতে আকুতি মিনতির শুনে মেয়েটির মায়ায় পড়েন।উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় গ্রামের মুকুল উদ্দিন এর বড় ছেলে মুকবুল হোসেন(৪৬) মেয়েটিকে উদ্ধার করে তার নিজ বাড়িতে নিয়ে আসেন।এবং প্রতিবেশি সহ স্থানীয় চেয়ারম্যান ও শিক্ষকের কাছে সকল ঘটনা খুলে বলে।এবং নিয়ামতপুর থানায় যোগাযোগ করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলে আমরা খুঁজ খবর নিয়েছি,উদ্ধারকারি মুকবুল হোসেন খুব ভালো লোক তার কাছে মেয়ে টি সুরক্ষিত থাকবে।ভারসাম্যহীন কিশোরী মেয়েটি পরিবারের সন্ধান পেলে হস্তান্তর করা হবে। মেয়েটিকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। মেয়েটি তার নাম ঠিকানা সঠিক বলতে পারেনি। পরে মেয়েটির পরিচয় শনাক্তে অফিসিয়াল-পার্সোনাল ফেসবুক পেইজে মেয়েটির ছবিসহ একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্ট দেখে কিশোরী মেয়েটির পরিবার ইউপি চেয়ারম্যান ও শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন।মেয়েটির নাম সুমাইয়া খাতুন ১৪ বছর বলে জানান তার পরিবার  সে মানসিক ভারসাম্যহীন। কোনো এক সময় পরিবারের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে কুষ্টিয়া চলে আসে।সে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার  আলাউদ্দিননগর গ্রামের হাবিবুর রহমান এর মেয়ে। মেয়েটিকে খোঁজে পেয়ে তার পরিবার শিক্ষক ও চেয়ারম্যান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।