ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
আহসান হাবিব শিবলু, বগুড়াঃ বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন দীর্ঘদিন ধরে বিএনপির সংকটকালীন সময়ে দলের হয়ে লড়াই চালিয়ে গেছেন। দলের দুঃসময়ের রাজনীতিতে তাঁর বলিষ্ঠ উপস্থিতি তৃণমূলের কাছে তাঁকে এক সাহসী নেতৃত্বে পরিণত করেছে। স্বৈরশাসকের আমলে প্রায় অর্ধশতাধিক মিথ্যা মামলার শিকার হয়ে ৬ বার কারাগারে প্রেরিত হলেও দল ও নেতাকর্মীদের প্রতি তাঁর নিষ্ঠা এতটুকুও কমেনি। বরং প্রতিবার কারামুক্তির পর তিনি আরও দৃঢ় সংকল্পে রাজপথে ফিরে এসেছেন।রাজনৈতিক রোশনালে পড়ে ষড়যন্ত্রের শিকার হয়ে এনামুল হক নতুনের গাবতলীর বাসায় স্বৈরশাসকের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায়। সে যাত্রায় প্রশাসনের সঠিক সময়ের উপস্থিতির কারণে প্রাণে বেঁচে যান তিনি। তবে ঘরবাড়ি লুটপাট ও ব্যাপক ক্ষতিসাধন করা হয়।রাজনৈতিক অঙ্গনে এনামুল হক নতুন পরিচিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে। জিয়া পরিবারের আদর্শে গড়ে ওঠা এক নির্ভীক সৈনিক তিনি। তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সবসময় অটল, দৃঢ় ও একনিষ্ঠ থেকেছেন। সংকটকালে রাজপথে থেকে নেতাকর্মীদের মনোবল জাগিয়ে তুলতে পালন করেছেন বলিষ্ঠ ভূমিকা।এনামুল হক নতুন বলেন,গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমি রাজপথ ছাড়ব না। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। তৃণমূলের নেতাকর্মীরাই আমার শক্তি ও সাহস। তাঁদের নিয়েই গাবতলীকে আন্দোলনের দুর্গ হিসেবে গড়ে তুলতে চাই।রাজনৈতিক জীবনের শুরুতেই তাঁর নেতৃত্বগুণের পরিচয় দেন বালিয়াদিঘী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে। পরবর্তীতে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একাধিকবার কারাভোগ করলেও তিনি কখনও হতাশ হননি। কারাগারে থাকা সহকর্মীদের পরিবারের খোঁজখবর নেওয়া, আর্থিক সহায়তা প্রদান ও মনোবল জোগানোয় সবসময় এগিয়ে এসেছেন তিনি।আওয়ামী সরকারের সময়ে যখন অনেক নেতাকর্মী জেল-জুলুম, মামলা ও হয়রানির ভয়ে নুয়ে পড়েছেন, তখন এনামুল হক নতুন বুক চিতিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন। কারাবন্দি নেতাকর্মীদের পরিবারের কষ্ট ভাগ করে নিয়েছেন, মাঠে-ময়দানে জনগণের কাছে পৌঁছে দিয়েছেন তারেক রহমানের বার্তা। ডামি নির্বাচন প্রতিরোধে লিফলেট বিতরণ, মিছিল-মিটিং, জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে গাবতলীতে আন্দোলনের চাকা সচল রেখেছেন তিনি।তাঁর নেতৃত্বে শুধু বিএনপিই নয়, ছাত্রদল, যুবদল, কৃষকদল, মহিলা দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন সক্রিয় হয়ে ওঠে। গ্রামের দরিদ্র দিনমজুর থেকে শুরু করে শহরের শিক্ষার্থী পর্যন্ত সবাই তাঁর কাছে যান ভরসা পেতে। রাজনীতির পাশাপাশি মানবিকতার কারণে তিনি সাধারণ মানুষের কাছেও সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন।ব্যক্তিজীবনে তিনি একজন সফল ব্যবসায়ী হলেও রাজনৈতিক পরিচয়ের সামনে সেটি ম্লান হয়ে গেছে। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই তাঁর বড় পরিচয় হয়ে উঠেছে। মানবিক নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞা তাঁকে গাবতলীর সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে দিয়েছে।তৃণমূলের নেতাকর্মীদের মতে, এনামুল হক নতুনের মতো সাহসী, মানবিক ও ত্যাগী নেতারাই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করতে পারবেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ, নিষ্ঠা ও অসীম সাহসিকতা দিয়ে এনামুল হক নতুন আজ শুধু গাবতলী নয়, গোটা বগুড়ার বিএনপির রাজনীতিতে অপরিহার্য হয়ে উঠেছেন। তৃণমূল নেতাকর্মীদের বিশ্বাস, তিনি ভবিষ্যতেও সাহস ও মানবিকতার প্রতীক হয়ে দলের হাল ধরে এগিয়ে নিয়ে যাবেন গণতান্ত্রিক আন্দোলনকে।
আপনার মতামত লিখুন :