ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব ছালুয়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গুনভরি দ্বিমুখি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও ফুলছড়ি-সাঘাটা (গাইবান্ধা-৫) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নাজমুল ইসলাম প্রধান নয়ন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, উদাখালি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান মধু, সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, উদাখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাহুল এবং কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার নিজাম সৌরভ।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
আপনার মতামত লিখুন :