ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ জাফর ইকবাল রানা ,গাইবান্ধার : গোবিন্দগঞ্জে পৌরসভার দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনার চরম প্রমাণ মিলেছে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন। কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে দিনাজপুর রোডে খোলা ড্রেনে পড়ে গুরুতর আহত হয়েছেন কামদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফুল ইসলাম। ড্রেনের ঢাকনা দীর্ঘদিন খোলা থাকলেও পৌর কর্তৃপক্ষ তা সংস্কারে কোন ব্যবস্থা নেয়নি। আহত আশরাফুলকে দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক না হলেও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। রাতেই তাকে দেখতে হাসপাতালে ছুটে যান গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা ফারুক আহম্মেদ। এসময় আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নেতাকর্মীরা এবং পৌরসভার দৃষ্টান্তমূলক জবাবদিহি দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।
আপনার মতামত লিখুন :