ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

নাড়ুয়ামালা ইউনিয়নে পিএসসি প্রকল্পে ৬ নলকূপ স্থাপন, নেমপ্লেটের ভুলে বিতর্ক

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ

আহসান হাবিব শিবলু, বগুড়া প্রতিনিধি:

গাবতলী উপজেলা পিএসসি প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে নাড়ুয়ামালা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অসহায় পরিবারের মাঝে ৬টি নলকূপ স্থাপন করা হয়েছে। এ প্রকল্পের মোট বাজেট ছিল ১ লাখ ৩১ হাজার টাকা। প্রতিটি নলকূপ স্থাপনে খরচ হয়েছে ২১ হাজার ৮৩০ টাকা।

উক্ত প্রকল্পটি সুষ্ঠু ও সুন্দরভাবে সমাপ্ত করেন নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার।

তবে, ভুলবশত নলকূপের নেমপ্লেটে প্রতিটি নলকূপের খরচ উল্লেখ না করে মোট খরচ ১ লাখ ৩১ হাজার টাকা লিখে দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকাবাসীর মাঝে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বলেন,আমি পরিষ্কারভাবে জানাতে চাই, নাড়ুয়ামালা ইউনিয়নের মানুষের কল্যাণে প্রতিটি প্রকল্প স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে বাস্তবায়ন করা হচ্ছে। নলকূপ প্রকল্পেও কোনো অনিয়ম হয়নি, বরং ভুলবশত নেমপ্লেটে টোটাল খরচ লেখা হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। এই ভুলে যদি জনমনে প্রশ্ন বা ক্ষোভ সৃষ্টি হয়ে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। খুব দ্রুত সঠিক তথ্যসহ নতুন নেমপ্লেট স্থাপন করা হবে। জনগণের কল্যাণে আমার কাজ অব্যাহত থাকবে।

এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
এই অনাকাঙ্ক্ষিত ভুলটি ভিন্নভাবে প্রকাশ না করে সত্যকে উপস্থাপন করার জন্য সবার সহযোগিতা কামনা করছি।