ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

শাল্লায় সাংসদ ড. জয়া গুপ্তার উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

শংকর ঋষি সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ৮:১৯ পূর্বাহ্ণ

শাল্লায় সাংসদ ড. জয়া গুপ্তার উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্টিত। প্রতিদিন বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ব্যক্তিনির্ভর সুনামগঞ্জ-২ আসনের বর্তমান সাংসদ ড. জয়া সেনগুপ্তার উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর (রবিবার) বেলা ৩ টায় শাল্লা উপজেলার ১ নং আটগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে রাহুতলা বাজারে এ সমাবেশ করা হয়। সভায় ১নং আটগাঁও আওয়ামিলীগের সভাপতি খুরশেদ মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিহির দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বর্তমান সাংসদ ড. জয়া সেনগুপ্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল মিয়া, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জনাব সিরাজদৌল্লা, সাধারণ সম্পাদক বাবু প্রদীপ রায়, ৪নং শাল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গনি মিয়া, কৃষক লীগের সাবেক সভাপতি কাজল বরণ চৌধুরী, শাল্লা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রান্টু লাল দাশ, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক রঞ্জিত কুমার দাস। আরও বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অরিন্দম চৌধুরী সাগর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নওশের মনির, যুবলীগের সাবেক সভাপতি তকবীর হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিহির কান্তি রায়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক মিহির রঞ্জন দাস, ছাত্রলীগ নেতা রেজাউল করিম প্রমূখ। উন্নয়ন ও শান্তি সমাবেশে দিরাই – শাল্লা আওয়ামীলীগের বিভিন্ন নেতা কর্মীসহ এলাকার নানা শেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।