ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

গোবিন্দগঞ্জ পৌরসভার কর্তৃপক্ষের। অবহেলার কারণে ড্রেনের ঢাকনা খোলা থাকায় ড্রেনে পড়ে আহত স্বেচ্ছাসেবক দলনেতা আশরাফুল হাসপাতালে ভর্তি

✒ গাইবান্ধা প্রতিনিধি:  প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৮:৩৭ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন শেষে বাড়ি ফিরে যাওয়ার পথে গোবিন্দগঞ্জ পৌরসভার দিনাজপুর রোডে ড্রেনে পড়ে গুরুতর আহত হয়েছেন কামদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা আশরাফুল ইসলাম তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ রাতে তাকে দেখতে চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জননেতা ফারুক আহম্মেদ,।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক,পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনুু, উপজেলা বিএনপি দপ্তরের দায়িত্ব সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু সহ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সাধারণ জনগণে অভিযোগ গোবিন্দগঞ্জ পৌরসভার কর্মকর্তার অবহেলার কারণে দীর্ঘদিন থেকে দিনাজপুর রোডে রাস্তার পাশে পশ্চিম চৌমাথা থেকে ব্রিজ পর্যন্ত উপরের ঢাকনা খোলা অবস্থায় আছে প্রতিনিয়ত লোকজন দুর্ঘটনা স্বীকার হচ্ছে। অবিলম্বে পৌর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য সুদৃষ্টি কামনা করেছে।