ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

সাঘাটায় পারিবারিক বিরোধে হামলার অভিযোগ

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ

ইয়ামিন হাসান: গাইবান্ধার সাঘাটায় পারিবারিক বিরোধ ও কথা কাটাকাটির জেরে, তুচ্ছ ঘটনা নিয়ে মারপিটের অভিযোগ উঠেছে। গত ১৫ আগস্ট (শুক্রবার) উপজেলার ভাঙ্গামোড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাঘাটা থানায় বাদি হয়ে আইচ উদ্দিন’র পুত্র মাখন রহমান সাতজনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট বাদীর উঠানে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে ঘটনার দিন (১৫ আগস্ট) কথা কাটাকাটির জেরে আলম খাঁন’র নেতৃত্বে রুকু, আল আমিন, মিলন, হান্নান, মান্নান ও শুকনী নামীয় ব্যক্তিদ্বয় মাখন রহমান ও তার পরিবারের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই আহত হন মাখন রহমান, হোসনে আরা বেগম ও আয়েশা বেগম।
এ বিষয়ে বাদী মাখন রহমান এ প্রতিবেদককে বলেন, পূর্বের শত্রুতা ও সামান্য কথা কাটাকাটির জেরে আলম মেম্বারের হুকুমে আমিসহ আমার পরিবারের উপর হামলা চালায় আলম মেম্বারের লোকজন। হামলায় গুরুতর আহত হয়েছে আমার বৃদ্ধা মা আর আমি। এছাড়াও আমার ভাবিকে বেধড়ক পিটিয়েছে। ইউপি সদস্য হওয়ায় তার প্রভাবে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে দাবি জানাই সঠিক তদন্তকরে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে আসামীদের মাঝে ভরতখালী ইউপি সদস্য আলম খাঁন বলেন, একটি দ্বন্দ হয়েছে আমার পরিবারের সাথে। তবে আমি ঘটনাস্থলে ছিলাম না।
এ বিষয়ে সাঘাটা থানা সূত্রে মামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহতদের সাঘাটা হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা যায়। ঘটনাটি নিয়ে এলাকায় থমথমে বিরাজ করছে।