ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ডাংধরায় উপজেলা বিএনপির ঝটিকা সফর

✒ মোঃ শামীম মিয়া ,দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি : প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ণ

মোঃ শামীম মিয়া ,দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ডাংধরা ইউনিয়নে এক ঝটিকা সফর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ সফরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। সফরে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ সাদা, উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ্র, উপজেলা বিএনপির সহ-সভাপতি সরোয়ার ই আলম, উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব প্রফেসর আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান সাজু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপির অসংখ্য নেতাকর্মী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাংধরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুলহাস হোসেন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ঝটিকা সফরটিকে নিয়ে ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, আগামী ২৩ অক্টোবর জেলা কমিটি গঠনের কাজ সম্পন্ন হবে, যা ভবিষ্যৎ আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।