ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ শামীম মিয়া দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি :
ইকো -সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও)
‘কমিউনিটি ভিত্তিক সহনশীলতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচী (সিআরইএ)’ বাস্তবায়নের অংশ বিশেষ কৃষি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে। উপজেলা মিলনায়তন হলে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রতন মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, আতাউর রহমান, ইউএনও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, কৃষি কর্মকর্তা মেরিনা আক্তার, দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. শামসুল হুদা প্রমুখ।
সভায় কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয় । আলোচনায় নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত কৃষি বিষয়ক চ্যালেঞ্জগুলো প্রাধান্য পায়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আবু হানিফ।
আপনার মতামত লিখুন :