ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ নেতা মান্নান মহুরি গ্রেফতার

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মান্নান মহুরিকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত মান্নান মহুরি রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক পদে রয়েছেন। তিনি উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান। তিনি জানান, মান্নান মহুরি উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার আসামি। সে দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আদমদিঘী উপজেলায় তার এক আত্মীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।