ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

গাইবান্ধায় নারী সংবাদকর্মীর সাথে আইনজীবীর অশোভন আচরণের প্রতিবাদ সভা

✒ শিরিন আক্তার,গাইবান্ধা প্রতিনিধি:‎ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ

শিরিন আক্তার,গাইবান্ধা প্রতিনিধি:‎ গাইবান্ধায় পেশাগত দায়িত্ব পালনকালে নারী সংবাদকর্মীর সাথে জেলা বারের আইনজীবী গৌতম কুমার চক্রবর্তী বিশুর অশোভন আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।এউপলক্ষে মঙ্গলবার(১৯ আগস্ট ২০২৫)দুপুর ৩টায় গাইবান্ধা প্রেসক্লাব(কাচারি বাজার)মিলনায়তনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।‎সভায় প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন,সহ-সভাপতি আ.স.ম.রেজাউন্নবী রাজু,খালেদ হোসেন,শফিউল ইসলাম,সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।‎প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন,আদালত প্রাঙ্গণে তথ্য সংগ্রহ করতে গেলে কোনো সংবাদকর্মীর সাথে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও অশোভন আচরণ গ্রহণযোগ্য নয়।এটি কেবল নারী সাংবাদিকের মর্যাদাকেই ক্ষুণ্ন করেনি,বরং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করেছে।

‎‎বক্তারা অবিলম্বে অভিযুক্ত আইনজীবীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।তারা আরও বলেন,সাংবাদিকদের উপর হুমকি, ভয়ভীতি, অশোভন আচরণ কিংবা হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য বড় ধরনের বাধা সৃষ্টি করে।‎প্রতিবাদ সভা থেকে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।‎উল্লেখ্য, অশোভন আচরণের শিকার নারী সাংবাদিক রিক্তু পোসাদ গাইবান্ধায় DBC টেলিভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।