ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

সাভারে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ২:৩৭ অপরাহ্ণ

মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা :

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অভিযানে সাভার থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) নির্দেশনায় রবিবার (১৮ আগস্ট) বিকেল ৫টা ২৫ মিনিটে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মামুনুর রশিদ সংগীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর নতুন পাড়া এলাকা থেকে মোঃ আবু রায়হান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার দক্ষিণ দুয়ারি (জিয়া বাড়ি) এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। বর্তমানে তিনি হেমায়েতপুর নতুন পাড়ায় বসবাস করছিলেন। তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।