ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

রাজশাহীতে র‌্যাব সদস্যের বিরুদ্ধে নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সংবাদ সম্মেলন

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ২:৩৫ অপরাহ্ণ

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান :

রাজশাহীতে র‌্যাব-৫ এর সদস্য এএসআই স্বাধীন কর্তৃক এক ব্যক্তিকে নির্যাতন, মিথ্যা মামলার হুমকি ও পারিবারিকভাবে হয়রানির অভিযোগ উঠেছে। সোমবার রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে ~লিখিত বক্তব্যে মোসা: লামিয়া আক্তার জানান, গত ৮ আগস্ট দিবাগত রাত~ আনুমানিক ১টার দিকে র‌্যাব-৫ এর এএসআই স্বাধীন কয়েকজন লোক নিয়ে হঠাৎ তাদের বাড়িতে প্রবেশ করে। প্রবেশের পরই দাবি করা হয় যে তাদের ঘরে মাদকদ্রব্য রাখা আছে। এরপর কোনো প্রমাণ ছাড়াই তার স্বামী মো: সাজাহানকে নির্মমভাবে মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন সৃষ্টি হয়েছে।

তিনি অভিযোগ করেন, ঘরবাড়ি তন্নতন্ন করে খুঁজেও কোনো ধরনের মাদকদ্রব্য পাওয়া যায়নি। খালি হাতে ফিরে যাওয়ার সময় এএসআই স্বাধীন হুমকি দেন, যদি ঘটনাটি বাইরে জানানো হয় তবে সাজাহানকে হাফ কেজি হেরোইন দিয়ে মিথ্যা মামলায় চালান দেয়া হবে।

লামিয়া আক্তার বলেন, তারা পূর্বে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, তবে গত চার বছর ধরে সেই পথ ছেড়ে সাধারণ জীবনযাপন করছেন। এর সুবাদে এএসআই স্বাধীন প্রায় নয় মাস ধরে তাদের পরিবারের সঙ্গে ওঠাবসা করতেন এবং পারিবারিক সম্পর্কের মতোই তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। তার বিয়ের সময় তিনি এক লক্ষ টাকা ধার চাইলে ৩০ হাজার টাকা ধার দেওয়া হয়। কিন্তু ধারকৃত টাকা ফেরত চাইতেই ব্যক্তিগত ক্ষোভ থেকে এএসআই স্বাধীন র‌্যাবের ক্ষমতা ব্যবহার করে তাদের পরিবারকে হয়রানি শুরু করেন।

তিনি আরও অভিযোগ করেন, এএসআই স্বাধীন তার হোয়াটসঅ্যাপ ও ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করছেন। ব্যক্তিগত দেনা শোধ না করে উল্টো তাদের মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের পথ বেছে নিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি সরকারের উচ্চপদস্থ কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা, মানবাধিকার সংগঠন ও সংবাদকর্মীদের কাছে তিনটি দাবি জানান। তার দাবি— মো: সাজাহানের উপর চালানো অমানবিক নির্যাতনের বিচার, এএসআই স্বাধীনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা এবং ধারকৃত ৩০ হাজার টাকা ফেরত।

এ বিষয়ে জানতে চাইলে এএসআই স্বাধীন বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ব্যক্তিগত কারণে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। লামিয়া-সাজাহান দম্পতি প্রকৃতপক্ষে মাদক ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।