ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত

লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ৮:০১ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত । ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬-অক্টোবর) বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলা গেইট এর সামনে এ বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। মাধবপুর উপজেলা উলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট সময়ের পর বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলে যোগ দিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদি জনতা একত্রিত হয়। এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অনেকের হাতে আবার ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এবং ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়। বিক্ষোভ মিছিলের শুরুর আগ মুহূর্তে পুরো এলাকাটি লোকে লোকারণ্য হয়ে যায়। মাধবপুর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হাফেজ মোবারক মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা হরষপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি ওয়াজেদ আলী,সিনিয়র সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক কারী নুর উদ্দিন,মাওলানা এনামুল হক,মাওলান নোমান,কওমি মাদ্রাসার ঐক্য পরিষদের মাওলানা আরিফুর ইসলাম,মাওলানা হাসিবুর রহমান,মাওলান মুরশিদুর রহমান,মাওলান ইসমাইল, হাফেজ কুতুবুর রহমান, তৌহিদী জনতার পক্ষে বক্তব্য রাখেন বেজুড়া গ্রামের মুরুব্বি মাহবুদ হোসেন,সাংবাদিক নাহিদ মিয়া,সাংবাদিক হাফেজ শাহ আলম হোসাইন, মাধবপুর পৌর সভার জাকির হোসেন, তৌহিদুল ইসলাম, প্রমুখ। পরে উপজেলা গেইটের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বাস-ষ্ট্যান্ড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ের গেইটের সামনে শেষ হয়। মিছিল শেষে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হয় এবং ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা বন্ধের জোর দাবি জানানো হয়।