ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা-১৯ থেকে বনগাঁও ইউনিয়ন বাদ দেওয়ার খসড়া পুনঃবিন্যাসে স্থানীয়দের মানববন্ধন

✒  মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৫:১৫ অপরাহ্ণ

 মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা : ঢাকা-১৯ আসনের খসড়া পুনঃবিন্যাসে বনগাঁও ইউনিয়নকে বাদ দিয়ে ঢাকা-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা। রবিবার (১৭ আগস্ট) সকালে বনগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে বলিয়াপুর বাস স্টেশন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বনগাঁও ইউনিয়ন ঐতিহাসিকভাবেই ঢাকা-১৯ আসনের অংশ। হঠাৎ করে এটিকে ঢাকা-২ এ যুক্ত করা হলে জনগণের সঙ্গে এলাকার আবেগ, ইতিহাস ও উন্নয়ন কর্মকাণ্ডের সেতুবন্ধন ভেঙে যাবে। তারা জানান, ঢাকা-১৯ আসনের কেন্দ্র মাত্র ৩ কিলোমিটার দূরে হলেও ঢাকা-২ (কেরানীগঞ্জ) এখান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। এতে স্থানীয়দের ভোগান্তি বাড়বে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্লোগান দেন— “আমার মাটি, আমার মা; ঢাকা-১৯ ছেড়ে যাবো না।” বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানলে তারা ভোট বর্জনসহ কঠোর আন্দোলনে যাবে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা জনগণের মতামতের প্রতিফলন নয়। তারা দ্রুত খসড়া পুনঃবিন্যাস প্রত্যাহার করে বনগাঁও ইউনিয়নকে আগের মতো ঢাকা-১৯ আসনেই রাখার দাবি জানান।