ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার
নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করা, নিম্নমানের সামগ্রীর ব্যবহার এবং কাজের মান সন্তোষজনক না হওয়ায় ফাতেমা ট্রেডার্স ও পলি এন্টারপ্রাইজ নামে যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১৫ লাখ ৪৮ হাজার ৪৮০ টাকা জরিমানা করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি।
মেসার্স ফাতেমা ট্রেডার্স মুন্সীরাহাট বাজারের ব্যবসায়ী ছাতীয়ানী গ্রামের অলি আহম্মেদ এর ও মেসার্স পলি এন্টারপ্রাইজ সাবেক এমপি মুজিবুল হক এর ভাতিজা তোফায়েল আহম্মেদ। আওয়ামী শাসনামলের ১৭ বছর এই দুই প্রতিষ্ঠান একচেটিয়া ঠিকাদারি কাজ ভাগিয়ে নেয়। ৫ আগস্ট আ’লীগ সরকার পতনের পর এই দুই ঠিকাদার গা ঢাকা দিলে তাদের ভাগিয়ে নেয়া বড় বড় চুক্তির ঠিকাদারি কাজ গুলোর ভবিষ্যৎ ঝুলে যায়। এর মধ্যে কোমাল্লা-কাদৈর সড়ক, মুন্সীরহাট-নবগ্রাম সড়কের ব্রীজ, নানকরা-তারাশাইল সড়ক উল্লেখযোগ্য। খোঁজ নিয়ে জানা গেছে অলি আহম্মেদ ও তার ছেলের নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে এখনো বেশ কয়েকটি কাজ আছে। যেগুলো নির্মাণে কালক্ষেপনে স্থানীয়রা রয়েছেন ভোগান্তিতে।
(ছবি- বাবুর্চি বাজার সড়ক। এই সড়ক নির্মাণের ঠিকাদার অলি আহম্মেদের ফাতেমা ট্রেডার্স। কয়েক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পরও সময়মত কাজ শেষ করতে পারেনি তারা। স্থানীয়দের ব্যাপক ভোগান্তির পর কাজ শেষ করে)
আপনার মতামত লিখুন :