ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে শনিবার শহরের কালীবাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা, অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েতুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জন্মাষ্টমী উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষে মানুষে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও শান্তির বন্ধনকে আরও দৃঢ় করে। শ্রীকৃষ্ণের আদর্শ ও উপদেশ আজও সমাজকে সত্য-সুন্দর পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগায়।
আলোচনা সভা শেষে কালীবাড়ি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন মন্দির, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উৎসবকে ঘিরে কালীবাড়ি প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :