ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

শাল্লায় ৫২৫১ তম শুভ জন্ম অনুষ্ঠান উদযাপন

✒ শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:  প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ

শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১ তম শুভ জন্ম অনুষ্ঠান
উদযাপন। আয়োজনে শাল্লা উপজেলা শ্রী শ্রী রাম কৃষ্ণ আখরা পরিচালনা কমিটি। স্থান শ্রীশ্রী রাম কৃষ্ণ আখরা। ত০ শে শ্রাবন ১৪৩২ বাংলা ১৬ আগষ্ট রোজ শনিবার ২০২৫ খ্রি সকাল ১০ টায়
শ্রীশ্রী রাম কৃষ্ণ আখরা হইতে রেলী শুরু করে শাল্লা উপজেলা বিভিন্ন মহাসড়ক পদক্ষিন করে শেষ হয় শ্রীশ্রী রাম কৃষ্ণ আখরা ডুমরা। পরে দুপুর ১২টায় শ্রীমদ্ভগদগীতা পাঠ করেন সুধাংশু রঞ্জন দাশ বিকাল ২টায় আলোচনা সভা করা হয়েছে। সন্ধ্যায় ৭টায় ভক্তি
মুলক সংগীতা অনুষ্ঠান। রাএ ১১/১৮/১৭ সেঃ এর মধ্যে পূজার্চনা করা হয়। এতে সভাপতি ছিলেন ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী (নান্টু) সঞ্চালনায় ছিলেন শ্রীশ্রী রাম কৃষ্ণ আখরার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান ফ্রন্ট ও পুজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক ব্রজেশ রঞ্জন চৌধুরী । আরো উপস্থিত ছিলেন শ্রীশ্রী রাম কৃষ্ণ আখরার মোহন্ত
গুরুচরন দাশ। শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি দাশ। রবীন্দ্র দাশ। শ্রীশ্রী কৃষ্ণআখরার পরিচালনা কমিটি সহ সভাপতি বাবুল চন্দ্র দাশ। ইন্দ্রজিৎ দাশ। নগেন্দ্র দাশ মনোরঞ্জন দাশ। রেবতী চৌধুরী। অএ শাল্লা উপজেলার কৃষ্ণ ভক্ত বিন্দ উপস্থিত ছিলেন।